You have reached your daily news limit

Please log in to continue


৭৫ বছর বয়সেও ফিট থাকার রহস্য জানালেন শোয়ার্জনেগার

সিলভেস্টার স্ট্যালোন আগেই নাম লিখিয়েছেন, নব্বইয়ের আরেক তারকা শোয়ার্জনেগারের ওটিটি–যাত্রা নিয়েও ভক্তদের আগ্রহের কমতি ছিল না। ২৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যাকশন-কমেডি ঘরানার সিরিজ ‘ফিউবার’। আট পর্বের সিরিজটি দিয়েই ওটিটিতে শোয়ার্জনেগারের অভিষেক হয়েছে। এ উপলক্ষে নেটফ্লিক্সের পক্ষ থেকে অভিনেতার সঙ্গে ভক্তদের মতবিনিময়ের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথম দেখায় ‘টার্মিনেটর’-এর শোয়ার্জনেগার আর এ সময়ের শোয়ার্জনেগারে খুব একটা বেশ-কম চোখে পড়ল না। বয়স ৭৫, চুল–দাড়ি সাদা হয়েছে বটে; তবে আগের মতোই ফিট সাবেক বডিবিল্ডার।

স্বভাবতই ভক্ত–দর্শকের অবধারিত প্রশ্ন ছিল—৭৫ বছর বয়সেও ফিট থাকার রহস্য কী? অভিনেতা নিরাশ করেননি, জানিয়ে দিয়েছেন নিজের ফিটনেস–রহস্য। এ নিয়ে একটি খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিমেল ফার্স্ট।

ফিট থাকার পুরো কৃতিত্ব ধ্যান বা মেডিটেশনের অভ্যাসকে দেন শোয়ার্জনেগার। সেই সত্তরের দশক থেকে প্রতিদিন ধ্যান করেন তিনি। এটিই তাঁকে শারীরিক ও মানসিকভাবে চাঙা থাকতে সাহায্য করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন