গাজীপুরে কি তবে হলো নতুন যাত্রার শুরু
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র ও ক্ষমতাসীন দল থেকে দ্বিতীয় দফায় ‘চিরদিনের জন্য বহিষ্কৃত’ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন জিতে যেতে পারেন, এটা সম্ভবত কেউই ভাবতে পারেননি।
নিবন্ধটি লেখার সময় জাতীয় দৈনিকগুলোয় তাঁর চমকপ্রদ বিজয় নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন দেখতে পাচ্ছি। এই নিবন্ধকারেরও কিছু পর্যবেক্ষণ আছে। গভীর রাতে ওই সিটি নির্বাচনের ফল ঘোষণা শেষ হলে ফেসবুকে একটা মন্তব্য করেছিলাম। সেটা এখানে পুনরুল্লেখ করি।
এমন লিখেছিলাম যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার কাজে সহায়তা করতে যুক্তরাষ্ট্র আলাদা করে যে ‘ভিসা নীতি’ গ্রহণের কথা প্রকাশ করে গাজীপুরে নির্বাচন শুরুর ঠিক আগের রাতে, সেটা আর মাত্র এক দিন আগে করা হলে ওখানে ভোট আরও বাড়ত এবং ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আরও বেশি ভোটে পরাস্ত হতেন। এটা এখনো আমার ধারণা।