নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তিনুবুর শপথ আজ

প্রথম আলো নাইজেরিয়া প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১২:০৫

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নেবেন বোলা তিনুবু। তিনি মুহাম্মদু বুহারির স্থলাভিষিক্ত হবেন।


গত ফেব্রুয়ারি মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হয়। বিতর্কিত এই নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের প্রার্থী তিনুবু ৩৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। ১৯৯৯ সালের পর সবচেয়ে কমসংখ্যক ভোটে তিনি জয়ী হয়েছেন।


তিনুবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আতিকু আবুবক্কর ২৯ শতাংশ ভোট পান। আর লেবার পার্টির পিটার ওবি পান ২৫ শতাংশ ভোট।
নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন তিনুবুর প্রধান দুই প্রতিপক্ষ। তাঁরা নির্বাচনে তিনুবুর জয়ের ফলাফল চ্যালেঞ্জ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও