সত্যিই কি চাকরির বাজার ধ্বংস করবে চ্যাটজিপিটি
ব্যাপক জনপ্রিয়তা পাওয়া চ্যাটজিপিটি বটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেছেন, তাঁর প্রতিষ্ঠান যে প্রযুক্তি তৈরি করেছে, তা চাকরির বাজার ধ্বংস করবে না। গত শুক্রবার সাংবাদিকদের স্যাম অল্টম্যান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে যে ভীতি ছড়িয়েছে, তা শান্ত করার লক্ষ্যে তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন।
সম্প্রতি স্যাম অল্টম্যান তাঁর বিশ্বসফরের অংশ হিসেবে ফ্রান্সে এসে দেশটির নেতা ও আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করে বলছেন, পুরো স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সব খাতের কর্মীদের চাকরি খেয়ে ফেলবে। কিন্তু চ্যাটজিপিটির নির্মাতা এর সঙ্গে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে ধারণা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেই জায়গায় পৌঁছাবে, যেখানে মানুষের কোনো কাজ থাকবে না বা যে ধরনের উদ্দেশ্যে কাজ করবে, যেখানে মানুষ আগে কখনো কাজ করেনি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চাকরির বাজার
- চ্যাটজিপিটি