ক্লান্ত ছোটন মানতে পারছেন না ‘বিভক্তি আর হস্তক্ষেপ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২৩, ২০:৫১

টানা কাজের ক্লান্তি ভর করেছে শরীরে। পেয়ে বসেছে মানসিক অবসাদ। তিল তিল করে গড়ে তোলা দলের অভ্যন্তরে ‘বিভক্তির সুর’, নানা পক্ষের অযাচিত ‘হস্তক্ষেপ’ অতিক্রম করেছে সহ্যের সব সীমা! মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেওয়া কোচ গোলাম রব্বানী ছোটন তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অবশ্য এখনও চিঠি দেননি ছোটন। এক-দু’দিনের মধ্যেই জানিয়ে দেবেন বলে জানালেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় মন খুলে কথা বললেন ছোটন। আড়াল করলেন না  রাগ, ক্ষোভ, হতাশা, উষ্মা কোনোটাই।


জাতীয় দলের তারকা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না বৃহস্পতিবার ফেইসবুকে পেশাদার ফুটবলকে বিদায় দেওয়ার বার্তা পোস্ট করেন। একই দিনে জাতীয় দলের কোচের পদ ছাড়ার ইঙ্গিত দেন ছোটনও; যার হাত ধরেই মেয়েদের ফুটবলে বাংলাদেশের সব সাফল্যের গল্প লেখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও