ভরা মৌসুমেও ফল বিক্রি হচ্ছে চড়া দামে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১০:১৯
এখন গ্রীষ্মকাল চলছে। ফলের মৌসুমই বলা হয় এই ঋতুকে। আম, কাঁঠাল, লিচু, জামসহ সয়লাব থাকে বাজার। এ ছাড়া এ সময় পাওয়া যায় জামরুল, তালশাঁস, ডেউয়া, ছবেদা, করমচা, অড়বরইয়ের মতো দেশি ফল। রয়েছে বিভিন্ন রকমের বারোমাসি ফলও। কিন্তু মৌসুম হওয়ার পরও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এসব ফল। একদিকে বিক্রেতারা বলছেন, ফলের দাম আস্তে আস্তে কমে যাবে। আর ক্রেতারা বলছেন, এই সময় ফলের দাম আরও কম হওয়া উচিত।
মিরপুর ১ নম্বরের ফলের বাজার ঘুরে দেখা যায় মৌসুমি ফলের দামদর। টসটসে ফলে চারপাশ থরে থরে সাজানো থাকলেও দাম উচ্চ হওয়ায় তা এখন ক্রেতাদের নাগালের বাইরে।
বাজারে এই মুহূর্তে হিমসাগর ৮০ থেকে ১০০ টাকা, গোবিন্দভোগ ৬০ থেকে ৮০, গুটি আম ৬০ থেকে ৮০, ল্যাংড়া ৮০ থেকে ১০০ কেজি। তরমুজ ১৪০, ডেউয়া ২০০, জামরুল ১৪০, ছবেদা ২০০, জাম ২৬০, করমচা ৫০০, অরবড়ই ৬০০ টাকা কেজি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ফলের বাজার
- চড়া দাম