সন্ধ্যামালতী, বনকুন্তলা, বেণুকা, রূপমঞ্জরীসহ বহু রাগের অনবদ্য পরিবেশনায় ছুটির দিনের সন্ধ্যায় মূর্ত হয়ে ওঠে দ্রোহ ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একই সঙ্গে রাগাশ্রয়ী গজল, ভজন আর প্রেমের গানে আসর অনন্য করে তোলেন শিল্পীরা। সুরের ধারা বইয়ে দেওয়ার পাশাপাশি নৃত্যের শৈল্পিক মুদ্রায় শুক্রবারের সন্ধ্যাটি হয়ে ওঠে উপভোগ্য। এমন চিত্রই ছিল নজরুলজয়ন্তী উপলক্ষে ছায়ানটের দুই দিনের নজরুল উৎসবের শেষ দিনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.