You have reached your daily news limit

Please log in to continue


অক্টোবরে আসবে ‘অ্যাসাসিনস ক্রিড মাইরেজ’

কোনো গেইমার যদি ‘অ্যাসাসিনস ক্রিড’ ফ্রাঞ্চাইজের পুরোনো দিনগুলোয় ফিরে যেতে চান, তবে সম্ভবত আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

সম্প্রতি হয়ে যাওয়া ‘প্লেস্টেশন শোকেস’ আয়োজন থেকে জানা গেল, ফরাসি গেইম নির্মাতা ‘ইউবিসফটের’ তৈরি জনপ্রিয় এই গেইম ফ্রাঞ্চাইজের পরবর্তী গেইম ‘অ্যাসাসিনস ক্রিড মাইরেজ’ বাজারে আসবে ১২ অক্টোবর।

‘অ্যাসাসিনস ক্রিড ভালহালা’র প্রেক্ষাপটের দুই দশক আগে (৮৬১ খ্রিষ্টাব্দে) বাগদাদ শহরের বাস্তবতা নিয়ে তৈরি নতুন গেইমটিতে নর্স দেবতা লোকির পুনর্জন্ম নেওয়া অবতার বাসিম ইবনে’র পোশাক পড়ে গেইম খেলার সুবিধা পাবেন গেইমাররা। পূর্ববর্তী সংস্করণের চেয়ে নতুন গেইমে বিভিন্ন ‘গোপন বলবিদ্যা’ ও ‘পার্কর গেইমের মতো চলাফেরার’ মতো সুবিধাগুলোয় তুলনামূলক বেশি মনযোগ থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন