যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ও প্রাসঙ্গিক কথা
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনকে উৎসাহিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র গত বুধবার নতুন ভিসানীতি ঘোষণা করেছে। বাংলাদেশের জন্য ঘোষিত এ ভিসানীতিতে উল্লেখ করা হয়েছে, কেউ নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিলে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আমরা বিবেচনায় নিতে পারি, আবার নাও নিতে পারি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমি মনে করি, প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ বস্তুনিষ্ঠ হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তৃত ও বহুমুখী। আমি মনে করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্কের ধারা অব্যাহত রাখা উচিত। কূটনৈতিকভাবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে কাজ করে থাকি; আবার বহুপক্ষীয়ভাবেও কাজ করে থাকি। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র আমাদের জোরালোভাবে সমর্থন দিয়েছে এবং তা অব্যাহত রয়েছে।
- ট্যাগ:
- মতামত
- প্রাসঙ্গিক
- মার্কিন ভিসা নীতি