কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে টার্মিনাল সংস্কার না করার প্রতিবাদে বাস চলাচল বন্ধ

জাগো নিউজ ২৪ চট্টগ্রাম প্রকাশিত: ২৫ মে ২০২৩, ০৬:১৩

দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এবং স্মারকলিপি দিয়েও বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার না হওয়ায় এবার বাস চলাচল বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বহদ্দারহাট বাস আঞ্চলিক টার্মিনাল সংশ্লিষ্ট ৫টি শ্রমিক সংগঠন।


এ কর্মসূচির ফলে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে শাহ আমানত সেতু হয়ে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, কক্সবাজার ও বান্দরবানমুখী বাস, মিনিবাস ও চেয়ার কোচ চলাচল বন্ধ থাকবে।


বুধবার (২৪ মে) সন্ধ্যায় আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সমাবেশ আহ্বানকারী পাঁচ শ্রমিক সংগঠন হলো- আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস ওয়ার্কার্স ইউনিয়ন (কাপ্তাই), চট্টগ্রাম পশ্চিম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-সাতকানিয়া-চকরিয়া সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান কেরানীহাট শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও