কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট, ‘আমার মৃত্যুর খবর ঠিক নয়’

www.tbsnews.net প্রকাশিত: ২৪ মে ২০২৩, ১৯:৫৩

শিরোনাম দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে। অনেকে ধারণা থেকে বলতে পারেন, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট কি তবে হ্যাক হলো! এমন ধারণা করাই স্বাভাবিক, আর এমনই হয়েছে। ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, অ্যাকাউন্টটি থেকে দেওয়া হয়েছে অদ্ভুত বেশ কয়েকটি পোস্ট।


ম্যারাডোনা মারা গেছেন ২০২০ সালের নভেম্বরে, ফুটবলের এই মহানায়কের প্রস্থানের চার বছর হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরপরই তাকে ঘিরে গুঞ্জন তৈরি হয়। তার মৃত্যুর কারণ, তাকে চিকিৎসা দেওয়া ডাক্তারের কর্তব্যে অবহেলার ব্যাপার নিয়ে কম জল ঘোলা হয়নি। 


কিন্তু এবারের ব্যাপারটা যেন সব ছাড়িয়ে গেল! ম্যারাডোনার প্রায় ১ কোটি ২০ লাখ অনুসারীর অ্যাকাউন্ট থেকে পোস্ট, 'আমার মৃত্যুর খবর ঠিক না।' ধোঁয়াশা দূর হতে সময় লাগেনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওন তাদের খবরে জানিয়েছে, আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও