২০১৬ সালে অজিত চন্দ্র ভৌমিক নিজের প্রিয় বাইসাইকেলটি বিক্রি করে দেওয়ার মতো একটি কঠিন সিদ্ধান্ত নেন। কালো রঙের, ক্লাসিক মডেলের ফিনিক্স সাইকেলটি ৪০ বছর ধরে তার পরিবারের সঙ্গী হয়ে ছিল।
অজিতের বাবা ক্ষিতিশ চন্দ্র ভৌমিক ১৯৭৩ সালে তার বিয়ের উপহার হিসেবে এই বাইসাইকেলটি পেয়েছিলেন। বাবার মৃত্যুর পর দুই দশক ধরে অজিতই সাইকেলটি চালিয়েছেন।
সাইকেলটি বিক্রি করে দেওয়া অজিতের জন্য কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। "লক্ষ্মীপুর ফিশ মার্কেট রোডে যেদিন থেকে আমি আমার মুদি দোকান 'ভৌমিক স্টোর' চালু করি, সেদিন থেকে এই বাইসাইকেলটি আমার সঙ্গী", বলেন তিনি।