রোল-প্লেইং গেইমে নারী চরিত্রের চেয়ে দ্বিগুণ সংলাপ পুরুষের: গবেষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মে ২০২৩, ১৬:৪৮
বিভিন্ন রোল-প্লেইং গেইমে নারীর তুলনায় পুরুষ চরিত্রগুলোর সংলাপ থাকে দ্বিগুণ। আর এটি গেইমিং শিল্পে ‘লিঙ্গ বৈষম্যের’ প্রতিচ্ছবি বলেইই উঠে এসেছে বিজ্ঞানীদের গবেষণায়।
‘আরপিজি’ বা রোল-প্লেয়িং ঘরানার গেইমে গেইমার সাধারণত কোনো কাল্পনিক জগতে বিভিন্ন অনুসন্ধান বা মিশন খেলার জন্য গেইমের একটি বা দুটি চরিত্র হয়ে খেলেন।
এই গবেষণায় ‘ফাইনাল ফ্যান্টাসি’, ‘স্কাইরিম’ ও ‘মাস ইফেক্ট’সহ ১৯৮৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রকাশিত ৫০টি আরপিজি গেইমের সংলাপ বিশ্লেষণ করেন গ্লাসগো ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
এর মধ্যে রয়েছে বিভিন্ন গেইমের ১৩ হাজার চরিত্রের ৬২ লাখ সংলাপ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গেমস
- গেমস রিভিউ
- গেমস্ট্রিম
- গেমস