![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2023March%2Fffff-20230523162608.jpg)
কলকাতার পেট্রল পাম্পে ২ হাজার রুপির নোট বদলানোর হিড়িক
সম্প্রতি দুই হাজার রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দুই হাজার রুপির নোট বাতিলের এই ঘোষণা দিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর দুই হাজার রুপির নোট সরিয়ে নেওয়া হবে।
মঙ্গলবার ২৩ মে থেকে দেশের যে কোন ব্যাংকে গিয়ে দুই হাজার রুপির নোট জমা দেওয়া যাবে। এর বদলে অন্য রুপি নেওয়া যাবে। এর জন্য কোন ফর্ম পূরণ করতে হবে না বা কোন পরিচয়পত্রের প্রয়োজন হবে না। কিন্তু এই নোট বদলানোর বিষয়টি অনেকের কাছেই এখন বেশ ঝামেলার। এদিকে দুই হাজার রুপির নোট বদল শুরুর আগেই কলকাতায় অনেকেই পেট্রল পাম্পে গিয়ে নোট বদলানোর চেষ্টা চালাচ্ছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ব্যাংক নোট
- কাগজী নোট