সেদিন কি আসবে কখনো?

দৈনিক আমাদের সময় জোবাইদা নাসরীন প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১৬:১৬

শিক্ষক রাজনীতি, শিক্ষকদের নিয়ে রাজনীতি এগুলো এখন আর বিশ্ববিদ্যালয় পর্যায়েই সীমাবদ্ধ নয়। এগুলোর বিস্তার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ছড়িয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন এখন আর নতুন নয়। সেই আন্দোলনকে রুখতে সরকারি বিভিন্ন তৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে।


তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। কিন্তু একেবারেই নতুন নয়। বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক চাপ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশের বিপরীতে কার্যকর রয়েছে। তবে এটি এখন এত বেশি হয়েছে যে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা জারি রয়েছে। রাজধানী ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে চলছে জটিলতা যা সমস্যার আকার ধারণ করেছে। পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী জানা যায়, সব ক্লাস বন্ধ করে এখন আন্দোলনে আছেন সেই প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও