মোবাইল নেটওয়ার্ক থেকে রেডিয়েশনের ‘অমূলক ভয়’
মোবাইল অপারেটরের টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন নিয়ে স্বাস্থ্য ঝুঁকির 'অমূলক ভয়' ভালো সেবার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অপারেটর কোম্পানিগুলোর জন্য। যদিও এই আশঙ্কাকে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন বলছেন বিশেজ্ঞরা।
অপারেটররা বলছে, বিশেষ করে ঢাকা ও অন্যান্য মেট্রোপলিটন এলাকার ভবন মালিকরা টাওয়ারের জন্য ছাদ ইজারা দিতে চাচ্ছেন না। কারণ, তাদের আশঙ্কা অ্যান্টেনার সঙ্গে তাদের ঘনিষ্ঠতা আরও রেডিয়েশনের মুখে ফেলবে।
মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে রেডিওফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডস (ইএমএফ) ব্যবহার করা হয়। এটি এক ধরণের নন-আয়নাইজিং ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা ডিএনএ'র ক্ষতি করার মতো পর্যাপ্ত শক্তি রাখে না এবং সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে না।
মানবদেহে রেডিও তরঙ্গের কয়েকটি পরিচিত প্রভাবের একটি হলো শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি। কিন্তু, কোনো সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব নেই, আর তা নিশ্চিত করতে এখনো গবেষণা চলছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, 'একটি টাওয়ার থেকে যে পরিমাণ রেডিয়েশন নির্গত হয়, তাতে কোনো সমস্যা হয় না।'