
ম্যানসিটির ‘বাতিল’ ডিফেন্ডারকে নিয়ে রিয়াল-বার্সার টানাটানি!
সমকাল
প্রকাশিত: ২১ মে ২০২৩, ২১:০২
পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোকে অলরাউন্ডারের মতো ব্যবহার করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। কখন রাইট ব্যাকে, কখন লেফট ব্যাকে খেলিয়েছেন তাকে।
এরপর দরকার ফুরোতেই ক্যানসেলোকে ধারে পাঠিয়ে দেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখে। তাকে কেনার শর্তে ধারে দলে নিলেও জার্মান ক্লাবটি ৭০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার সিদ্ধান্তে আসতে পারেনি। আবার ধারের মেয়াদ শেষ হলেও ম্যানসিটিতে খেলা নিশ্চিত নয় তার।
পর্তুগিজ ডিফেন্ডার শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার নিয়ে যখন চিন্তিত তখন তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে আর্সেনাল। এরপর লা লিগা জয়ী বার্সেলোনা তাকে কেনার বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করে।