কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আর্জেন্টাইনদের ‘সেকেন্ড হোম’ ইতালি

সমকাল ইতালি প্রকাশিত: ২০ মে ২০২৩, ১১:০২

ইতালির সবচেয়ে পুরোনো ক্লাব জেনোয়া, যাদের ডাকনাম দ্য ওল্ড ফুল। ১২৯ বছরের পথচলায় যেখানে সবচেয়ে বেশি ৫৬ জন ভিনদেশি খেলোয়াড় আর্জেন্টিনার। তাদের সেরা গোলদাতাদের কাতারেও রয়েছে আকাশি-সাদার জয়জয়কার। আক্রমণভাগ মাতিয়ে রেকর্ডবুকে নাম লিখে গেছেন দিয়েগো মিলিতো-পালাসিওরা। এর পর তো সাত বছর একাধারে ইতালির ক্লাব ফুটবল শাসন করেন দিয়েগো ম্যারাডোনা। ন্যাপোলিতে যাওয়ার পর দেশটির ফুটবলপ্রেমীদের মনের মণিকোঠায় অল্প দিনে স্থান করে নেন এই মহানায়ক।


গেল এক দশকে ইতালিকে রীতিমতো সেকেন্ড হোম বানিয়ে ফেলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। ডি মারিয়া, ইকার্দি, দিবালা আর লাওতারোদের জয়ধ্বনি এখনও শুনছে ফুটবলবিশ্ব। এই তো এবার উয়েফার সেরা তিন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করা তিনটি ক্লাবই ইতালির। যাদের দলেও কিনা আর্জেন্টাইনদের নৈপুণ্য চলে নিয়মিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও