কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেপ্টেম্বরের আগেই চালু হচ্ছে খুলনা-মোংলা রেলপথ?

বাংলা ট্রিবিউন মোংলা প্রকাশিত: ২০ মে ২০২৩, ০৮:০০

খুলনা-মোংলা রেলপথ চালুর টাইমলাইন রয়েছে আসন্ন সেপ্টেম্বরে। কিন্তু এখন সেপ্টেম্বরের আগেই এই রেলপথ চালুর তোড়জোড় চলছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ। এরইমধ্যে প্রকল্পের ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তাই সেপ্টেম্বরে নির্ধারিত সময়ের আগেই এ রেলপথ চালুর পরিকল্পনা বাংলাদেশ রেলওয়ের।


সম্প্রতি কাজ পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান এমনই আশাবাদ ব্যক্ত করেন। এ রেলপথ চালু হলে দেশের দক্ষিণাঞ্চলজুড়ে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা ব্যবসায়ীদের।


দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি খুলনা-মোংলা রেলপথের কাজ এখন একেবারেই শেষের পথে। আগামী সেপ্টেম্বর মাসেই ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেল চালুর লক্ষ্যে এখন শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। সরেজমিন খুলনার আড়ংঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, রেলপথের পাথর সরিয়ে পরিষ্কার করার কাজ করছেন শ্রমিকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও