শরীরে ক্যান্সার: জানান দিতে পারে চোখও
বর্তমান সময়ে জীবনযাত্রার মান, পরিবেশ দূষণ ও অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধছে। এসব জটিল রোগের মধ্যে যে রোগটি সবচেয়ে দুশ্চিন্তার ও ভয়াবহ তা হলো, ক্যান্সার। প্রায় সমস্ত চিকিৎসকরাই বলে থাকেন, ক্যান্সার রোগ নিরাময়ের জন্য সঠিক সময়ে রোগটি চিহ্নিত হওয়া প্রয়োজন।
সেই কারণেই ক্যান্সার রোগের লক্ষণগুলো সম্বন্ধে আমাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত। কারণ এই রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে ও আমরা প্রায় প্রত্যেকেই এই রোগের ঝুঁকিতে আছি। আমরা অনেকেই জানি না চোখের বেশ কিছু সমস্যা ক্যান্সারের লক্ষণ হতে পারে। দেখে নেওয়া যাক সেই সমস্যাগুলি কী কী
বিশেষজ্ঞরা বলছেন, শরীরে ক্যান্সার বাসা বাঁধলে চোখেও এর প্রভাব পড়ে। এ কারণেই চোখে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। এ ক্ষেত্রে বহু মানুষের দৃষ্টি ঝপসা হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসে টিউমার হলেও চোখের দৃষ্টি ঝাপসা হয়। এমনকি চোখে ব্যথাসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।