নবরূপে ঢাকার রমনা পার্কে প্রাণের উচ্ছ্বাস
অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের মাধ্যমে ঢাকার রমনা পার্ক সেজেছে নতুন রূপে। তীব্র রোদেও সাজানো গোছানো এই পার্কের ভেতরে হাঁটার রাস্তাগুলো থাকে ছায়ায় ঘেরা। হাঁটতে হাঁটতে আবার শোনা যায় পাখির ডাক, পাশ দিয়েই ভোঁ দৌড় দেয় কাঠবিড়ালী।
ভেতরের হাঁটার রাস্তায় আধুনিক লাইটিংয়ের ব্যবস্থা সন্ধ্যায় আনে ভিন্ন এক রূপ। লেকের দুই পাশে কাঠ দিয়ে যে সেতু করা হয়েছে, সেটিও দৃষ্টিনন্দন।
পার্কটিতে শিশুদের খেলার যে জায়গা তৈরি হয়েছে, তাতে আছে দারুণ সব রাইড। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কের ভেতরের এই ‘পার্কে’ থাকে শিশুদের মেলা। বাবা মাকে নিয়ে শিশুরা বারবার আসেন সেখানে।
কেবল সময় কাটানো নয়, শরীর চর্চা আর হাঁটাহাঁটির জন্যও পরিবেশটি দারুণ। ব্যায়াম করার জন্য কিছু স্থায়ী স্থাপনা আছে। ব্যায়াম করার পর আছে বিশ্রামের জায়গা।