জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের এক নম্বরে রয়েছে ভারত। দেশের কোথাও নাকি তিল ধারণেরও জায়গা নেই। চারদিকে লোকজন গিজগিজ করছে। তার উপর বিদেশ থেকে পর্যটকদের আনাগোনা তো লেগেই আছে। ফলে শান্তি কোথাও নেই। এই গরমে যে পাহাড়ে বেড়াতে যাবেন তারও জো নেই।
সেখানেও লোকজনে ভর্তি। সেখানেও নিরিবিলিতে বসে পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন না। যাঁরা নিছক বেড়াতে ভালোবাসেন তাঁদের হয়তো ভালো লাগতেও পারে। কিন্তু যাঁরা অবস যাপন রতে চান তাঁদের এই জমজমাট পরিবেশ বালো লাগবে না। তা আপনিও যদি শান্তিপ্রিয় পর্যটক হন তাহলে এই কয়েকটি শৈল শহরে না যাওয়াই ভালো। (All photo credit: istock.com)