নিউ ক্যালেডোনিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
যুগান্তর
প্রকাশিত: ১৯ মে ২০২৩, ১১:০৯
৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জ। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।
সুনামির পূর্বাভাসে বলা হয়েছে, ভূমিকম্পের পর ওশেনিয়া অঞ্চলে ১০ ফুট (৩ মিটার) উচ্চতার ঢেউয়ের সুনামি আঘাত হানতে পারে। খবর আলজাজিরার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার সকালে নিউ ক্যালেডোনিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডাব্লিউসি) এক বুলেটিনে উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।