১৯ বছর পর নাদালকে ছাড়া ফ্রেঞ্চ ওপেন, আগামী বছর অবসরের ইঙ্গিত

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২৩, ২০:০২

চোট পেয়েছিলেন এ বছরের জানুয়ারিতে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময় পাওয়া সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। পুরো ফিটনেস ফিরে পাননি বলে খেলা হচ্ছে না এবারের ফ্রেঞ্চ ওপেনে। মায়োর্কাতে আজ নিজের রাফায়েল নাদাল টেনিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের মালিক।


২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনে অভিষেকের পর এই প্রথম এখানে খেলতে পারছেন না নাদাল। পুরোপুরি সেরে উঠতে তাঁর আরও কয়েক মাস সময় লাগবে। সেই হিসাবে উইম্বলডন মিস করারও শঙ্কা আছে নোভাক জোকোভিচের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গ্রান্ড স্লাম জয়ের রেকর্ডের মালিকের। আগামী বছরের পর টেনিসকেই বিদায় বলে দিতে পারেন নাদাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও