পদ্মার সংরক্ষিত জলাধারে বেআইনি বাঁধ, মাছের অভয়ারণ্য ধ্বংসের শঙ্কা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর প্রাকৃতিক জলাধার ও মাছের অভয়ারণ্য দখল করে বেআইনিভাবে বাঁধ দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় জেলেরা বলছেন, এটি নির্মিত হলে মাছের নিরাপদ বিচরণক্ষেত্র হিসেবে চিহ্নিত জোতপাড়া কোল অস্তিত্বের সংকটে পড়বে। সেইসঙ্গে বিঘ্নিত হবে মাছের প্রজনন।
জলাধারটির অবস্থান কুমারখালীর ৩ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়ায়। জেলা প্রশাসন এটিকে ‘প্রাকৃতিক মৎস্যের অভয়ারণ্য’ হিসেবে চিহ্নিত করেছে। ২০ বছরের বেশি সময় ধরে এ জলাধার স্থানীয় জেলেদের কাছে রাজস্বের বিনিময়ে ইজারা দিয়ে আসছে প্রশাসন।
মূলত জলাধার দেখাশোনা করা ও মা মাছ ধরা যাবে না–এমন শর্তে জেলেরা এটির ইজারা নেন। কেবল স্থানীয় কার্ডধারী জেলেরাই এ কোলটির ইজারা পাবেন বলে শর্ত রয়েছে। বিধি অনুযায়ী, কোনো প্রভাবশালীর পক্ষে জলাধারটির ইজারা নেওয়া সম্ভব নয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাঁধ ভাঙ্গন
- বাঁধ নির্মাণ
- অভয়ারণ্য