হাঁটু ফোলা কী এবং কেন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২৩, ০৯:৪২
হাঁটুতে কোনো সমস্যা বা অস্বস্তি থাকলে আমাদের স্বাভাবিক হাঁটর বাধাগ্রস্ত হয়। হাঁটুতে যেসব সমস্যা হয়, তার মধ্যে ফোলে যাওয়া অন্যতম।
হাঁটু ফোলে যাওয়ার নানা কারণ রয়েছে। অধিকাংশক্ষেত্রে হাঁটু ফোলা ছাড়া ব্যথাও থাকে। দুই হাঁটু সবসময় একসাথে ফোলে না। হাঁটু ফোলে যাওয়ার কারণ: হাঁটুতে কোনো আঘাত লাগার ফলে হাঁটুর হাড় ভেঙে গেলে। অস্টিওআর্থাইটিস বা হাড়ের ক্ষয়রোগ, রিউমাটয়েড় আর্থাইটিস, টিউবারকোলোসিস। এছাড়া হিমোফেলিয়ার কারণেও হাঁটু ফুলতে পারে।