মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১
মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ, কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বুধবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।
প্রতিবেদনে বলা হয়, গত রবিবার মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা যখন দেশের উপকূলে প্রবেশ করে তখন এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।
স্থানীয় নেতারা ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় মোখায় রাখাইন রাজ্যে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই লোকেরা রাজ্যের বু মা ও নিকটবর্তী খাউং ডোকে কর নামে দুটি গ্রামের বাসিন্দা ছিল। বিধ্বস্ত জনপদে পরিণত হওয়া দুটি গ্রামে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান বসবাস করে।