একটু ছুটি পেলেই তিনি ঘুরতে বেড়িয়ে পড়েন। ঘুরতে যাওয়ার জন্য বরাদ্দ থাকে বছরের বেশ কিছুটা সময়। আর তাঁর বেড়ানোর এক মাত্র সঙ্গী হল ছেলে। তিনি রচনা বন্দ্যোপাধ্যায়। বহু বছর হল বাংলা সিনেমায় দেখা যায়নি তাঁকে।
২০১৪ সালে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রামধনু’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। শেষ দশ বছর ধরে ছোট পর্দার এক জনপ্রিয় রিয়্যালিটি শো-এর সঞ্চালিকা তিনি। কিন্তু এই মুহূর্তে তাঁর ইনস্টাগ্রামের ছবি দেখলেই বোঝা যাবে, নায়িকা রয়েছেন ছুটির মেজাজে।