You have reached your daily news limit

Please log in to continue


ভেঙে পড়তে পারে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ। শতাব্দীপ্রাচীন এই ভবন বহু ইতিহাসের সাক্ষী। সেই ভবনই আর কত দিন রক্ষা করা যাবে, তা নিয়ে এমপিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। হাউস অব কমন্সে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ভবনের বিভিন্ন জায়গা থেকে পানি চুঁইয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে। আগুন লাগলে তা নেভানোর মতো যথেষ্ট ব্যবস্থা নেই। ফলে বড় কোনো বিপর্যয় ঘটলে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে এই ভবনের সংস্কার প্রয়োজন বলে রিপোর্টে বলা হয়েছে। 

পার্লামেন্ট সদস্যদের বক্তব্য, ভবনটির এখন যা অবস্থা তা সংস্কার করতে বহু অর্থ ব্যয় হবে। আরও কালক্ষেপণ করলে খরচ বহুগুণ বেড়ে যাবে, যা করদাতাদের অর্থ থেকেই নিতে হবে। তা ছাড়া আর অপেক্ষা করলে ভবনটি সংস্কারের অযোগ্যও হয়ে পড়তে পারে। এখনো পর্যন্ত যা কাজ হয়েছে তা কার্যত ‘ধর তক্তা মার পেরেক’ গোছের বলে জানিয়েছে পার্লামেন্টের কমিটি। তাতেই সপ্তাহে ২০ লাখ পাউন্ড করে খরচ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন