বিরোধিতা কমেনি, আয়েনের আসনে এবারও মনোনয়ন চাইবেন আসাদুজ্জামান

প্রথম আলো প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১১:০৫

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে টানা দুবার রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু এই আসন থেকে গত নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। গত নির্বাচনেও তিনি এই আসন থেকে মনোনয়ন চেয়ে পাননি। বিষয়টি নিয়ে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্য।


গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আয়েন উদ্দিনের সংসদীয় এলাকায় একাধিক পাল্টা কর্মসূচি দিয়েছিলেন আসাদুজ্জামান। তাঁদের মধ্যে বিরোধিতা কমেনি। দ্বন্দ্বের জের ধরে গত রোববার পবা উপজেলার কাটাখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন বিলুপ্ত কমিটিগুলোর নেতারা। তাঁদের ভাষ্য, সংসদ সদস্য আয়েন উদ্দিনের সঙ্গে আসাদুজ্জামানের দ্বন্দ্ব রয়েছে। এমন অবস্থায় আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করার কারণে সংসদ সদস্য আয়েন উদ্দিনের নির্দেশে কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও