রুশ নাগরিকদের কথা রাশিয়া ‘শুনছে না’, শুনবে সিআইএ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৯:১৪
রাশিয়ার যেকোনো তথ্য দেওয়ার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে মার্কিনিরা এই আহ্বান জানানোর পরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে মস্কো। বলেছে, তারা পশ্চিমা গুপ্তচর কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে।
রুশ ভাষায় তৈরি সিআইএ’র ভিডিওটিতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক কর্মকর্তা, গোয়েন্দা বিশেষজ্ঞ, কূটনীতিক, বিজ্ঞানী এবং দেশটির অর্থনীতি ও নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকা যে কারও কথা শুনতে আগ্রহী মার্কিন গোয়েন্দা সংস্থাটি।
ভিডিওটিতে লেখা রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সম্ভবত আপনাদের আশপাশের লোক সত্যটা শুনতে চায় না। কিন্তু আমরা চাই।
ভিডিওতে রুশ নাগরিকদের বিশাল ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।