![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2023March%2Fla-20230516154949.jpg)
ক্লাস চলাকালে ছাত্রীর মাথায় চলন্ত পাখা
লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে ফাহিমা আক্তার (১৩) নামে এক ছাত্রী আহত হয়েছে। এতে তার কপালের অনেকাংশ কেটে যায়।
কপালে সাতটি সেলাই লেগেছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ফাহিমা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় চাঁদখালী বাজারের পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ জাগো নিউজকে বলেন, বৈদ্যুতিক পাখা খুলে কপালে পড়ায় ফাহিমা ভয় পেয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষার্থী আহত