ইউরোপিয়ান গোল্ডেন শু তো হলান্ডই পাচ্ছেন, দৌড়ে ছিলেন আর কারা
‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জয়ের প্রসঙ্গ উঠলে লিওনেল মেসিকে মনে পড়তে পারে। বার্সেলোনায় থাকতে ৬ বার এই পুরস্কার জিতেছেন মেসি, যা গোল্ডেন বুটের ইতিহাসে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড। এবার কে জিততে পারেন? আর্লিং হলান্ড? রবার্ট লেভানডফস্কি? ভিক্টর ওসিমেন? কিলিয়ান এমবাপ্পে? নাকি নিকলাস ফুলক্রুগ?
সবার আগে ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কারটি একটু ব্যাখ্যা করে নিলে ভালো হয়। এক মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৭–৬৮ মৌসুম থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয় এবং ১৯৯৭ সাল থেকে পয়েন্টের ভিত্তিতে লিগের মানও ঠিক করে দেওয়া হয়।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ আঁ) যেমন প্রতি গোলের জন্য ২ পয়েন্ট। র্যাঙ্কিংয়ে ষষ্ঠ থেকে ২১তম লিগে প্রতি গোলের জন্য ১.৫ পয়েন্ট এবং পরবর্তী লিগগুলোয় প্রতি গোলের জন্য ১ পয়েন্ট দেওয়া হয়। এবার দেখে নেওয়া যাক, চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলের হিসেবে কে এগিয়ে?