আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি তৈরিতে রয়েছে এক ব্রাজিলিয়ানের ছোঁয়া
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২২টি দেশের জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছেন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। এই দেশগুলোর মধ্যে কিছু দেশের জাতীয় দল ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিছু দেশ এখনো সুযোগ পাওয়ার অপেক্ষায়। নতুন এই জার্সি পরেই আগামী বছর বিশ্বকাপে খেলবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের সংবাদমাধ্যম আর্জেন্টিনার জার্সিটি সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানিয়েছে, অ্যাডিডাসের ব্রাজিলিয়ান ডিজাইনার সের্জিও মারেকোর ভূমিকা আছে এই জার্সি তৈরিতে।
আর্জেন্টিনার নতুন এ জার্সিটি তৈরির সৃজনশীল প্রক্রিয়ায় অংশ নিয়েছেন মারেকো। জার্সিটির আকর্ষণীয় বিষয় হলো, আর্জেন্টিনার প্রতিটি বিশ্বকাপ জয়ের (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২) জার্সিতে ব্যবহার করা নীল রং নতুন জার্সিতে গ্রেডিয়েন্ট আকারে ফুটিয়ে তোলা হয়েছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের প্রতিটি জার্সি থেকে নীল রঙের শেড সংগ্রহ করা হয়েছে। এরপর সেই শেডগুলো একত্র করা হয়। নতুন জার্সিতে ডোরার মধ্যে সেই নীল রংগুলো একসঙ্গে করা হয়েছে। জার্সিতে আরও আধুনিকতা আনতে গ্রেডিয়েন্ট তৈরি করা হয়েছে। কারণ, সাধারণত ডোরাগুলো সমতল থাকে, কিন্তু নতুন জার্সিতে ধাপে ধাপে নীল রঙের প্রভাব সৃষ্টি করা হয়েছে।
- ট্যাগ:
- খেলা
- ফিফা বিশ্বকাপ
- বিশ্বকাপের জার্সি