You have reached your daily news limit

Please log in to continue


র‍্যাগিংবিরোধী কাউন্সিলিং শুরু করেছে ঢাবির আইইআর

বুলিং এবং র‍্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করা এবং প্ররোচনায় র‍্যাগিংয়ে জড়িয়ে পড়া থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে সচেতনতামূলক র‍্যাগিংবিরোধী কাউন্সিলিং শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনিস্টিউট (আইইআর)। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৫ মে) অনুষ্ঠিত র‍্যাগিংবিরোধী কাউন্সিলিংয়ে আইইআর’র শিক্ষকরা জানান, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী পরিকল্পনার অংশ হিসেবে এই কাউন্সিল কর্মসূচির সূচনা করা হয়েছে। স্নাতক প্রথম বর্ষ থেকে শুরু মাস্টার্সে অধ্যয়নরত প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের আলাদা আলাদা কাউন্সিলিং করানো হচ্ছে। ১৪ মে থেকে শুরু হওয়া কাউন্সিল কর্মসূচি চলবে আগামী ১৮ মে পর্যন্ত।

এ বিষয়ে আইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘ইতোমধ্যে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যাচভিত্তিক কাউন্সিলিং প্রোগ্রাম যেমন- বুলিং এবং র‍্যাগিংবিরোধী প্রচারণা, বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন এবং সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তায় রাখা হয়েছে গাইডেন্ড অ্যান্ড কাউন্সিলিং সেল। স্টুডেন্ট এডভাইজার হিসেবে শিক্ষার্থীদের সেবা দেবে চার জন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ।’

র‍্যাগিংবিরোধী কাউন্সিলিং এখনও প্রাথমিক অবস্থায় আছে জানিয়ে আইইআর’র অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের এই কাজ এখনও পরিক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারলে তবেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ এবং ইনিস্টিউটকে এমন কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ দেবো। তবে আমরা আশাবাদী এই কার্যক্রমের মাধ্যমে সবাইকে সচেতন করে র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে পারবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন