মঙ্গলবার বিকেলে ফিরছে আয়ারল্যান্ড বিজয়ী বাংলাদেশ দল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১৫:২৪

দেশে প্রচন্ড গরম। রোদের ঝাঁঝালো তাপে গা পুড়ে যায়। অন্যদিকে লন্ডন এবং চেমসফোর্ডে রীতিমত ঠান্ডা। কনকনে বাতাস। বাড়তি গতি ও সুইংয়ের মিশেলে উইকেটও ছিল সম্পূর্ণ ভিন্ন। সব মিলিয়ে ভিন্ন এক কন্ডিশন।


এমন কন্ডিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে কি করবে টাইগাররা? ঘরের মাঠে অনায়াসে জেতার পর চেমসফোর্ডেও কি সে ফলের পূনরাবৃত্তি ঘটাতে পারবে তামিমের দল? নাকি ভিন্ন কন্ডিশনে ফলও হবে ভিন্ন? সেটা দেখার অপেক্ষায় ছিল সবাই।


অনিশ্চয়তা, ওঠা-নামার পালা শেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল।


বৃষ্টি প্রথম ম্যাচ ধুয়ে মুছে নিয়ে গেলেও পরের দুই ম্যাচে যথাক্রমে ৩ উইকেট ও ৫ রানের ব্যবধানে জয় পেয়েছে তামিম ইকবাল বাহিনী। দুটি ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনায় ঠাসা। দ্বিতীয় ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রানের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিমরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও