রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ হবে না

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১২:৩৫

চলতি ২০২২-২৩ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি হবে সাড়ে ৫৪ হাজার কোটি টাকা। চলতি অর্থবছর শেষে এনবিআরের আদায় দাঁড়াবে ৩ লাখ সাড়ে ১৪ হাজার কোটি টাকা।


অর্থবছর শেষে এই বিশাল রাজস্ব ঘাটতির হিসাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। আগামী বাজেট সামনে রেখে বনানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হিসাব তুলে ধরে পিআরআই। এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক এম এ রাজ্জাক। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার জন্য রাজস্ব খাতে যেসব শর্ত পূরণ করতে হবে, তা নিয়েও আলোচনা করা হয়।


পিআরআই বলেছে, আইএমএফের পূর্বাভাস ছিল, চলতি অর্থবছরে ৩ লাখ ৩৬ হাজার ৮০০ টাকার রাজস্ব আদায় হবে। কিন্তু আইএমএফের সেই পূর্বাভাসের চেয়ে ২১ হাজার ৪০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হবে এ বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও