You have reached your daily news limit

Please log in to continue


৯ মাস পর তামিমের ফিফটি, ২২ মাস সেঞ্চুরি নেই

গতবছরের আগস্টে ফিফটির দেখা পেয়েছিলেন তামিম ইকবাল। পরে ৯ মাস পেরিয়ে গেছে। খরা কাটিয়ে আবারও ফিফটির নাগাল পেলেন বাংলাদেশ অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাঁহাতি ওপেনার ৮২ বলে ৬৯ রানে আউট হয়েছেন। এদিকে ২২ মাস ওয়ানডে সেঞ্চুরি নেই তামিমের ব্যাটে।

সবশেষ হারারেতে ২০২১ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলেছিলেন। পরে ২০ ইনিংসে ফিফটিই পেলেন কেবল ৫টি, যার সর্বোচ্চটি অপরাজিত ৮৭ রানের, সেটিও বছরখানেক আগে, ২০২২ সালের মার্চে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে। আর ৯ মাস আগের ফিফটি ছিল গতবছরের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। ২৪০ ওয়ানডেতে বাঁহাতি ওপেনারের এটি ৫৬তম ফিফটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন