রোববার তিন বিভাগের সব কারিগরি ও মাদ্রাসা বন্ধ
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৮:০৪
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের আওতাধীন জেলাগুলোর সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আজ রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের আওতাধীন জেলাগুলোর সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে ২০২৩ তারিখ রোববার বন্ধ থাকবে।
বর্ণিত বিভাগগুলোর আওতাধীন জেলাগুলো তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১৪ মে বন্ধ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।