৮০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ফোর্বস, কিনছেন এক তরুণ শতকোটিপতি

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৭:৩৫

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসাবাণিজ্য–বিষয়ক ম্যাগাজিন ফোর্বস বিক্রি হতে চলেছে। প্রায় ৮০ কোটি (৮০০ মিলিয়ন) মার্কিন ডলারের একটি চুক্তির বিনিময়ে বিক্রি হবে ফোর্বসের বেশির ভাগ শেয়ার। আর জনপ্রিয় এ ম্যাগাজিন কিনছেন অস্টিন রাসেল নামের ২৮ বছর বয়সী এক শতকোটিপতি। খবর রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের।


ফোর্বস গ্লোবাল মিডিয়া হোল্ডিংসের বর্তমান মালিক হংকং-ভিত্তিক ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টস (আইডব্লিউএম)। এ ছাড়া ফোর্বস পরিবারের কাছেও মালিকানার কিছু অংশ রয়েছে। আর ফোর্বস কিনতে যাওয়া অস্টিন রাসেল হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়িপ্রযুক্তি কোম্পানি লুমিনার টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।


গত শুক্রবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন লুমিনার টেকনোলজিসের সিইও অস্টিন রাসেল ও ফোর্বসের মালিকানার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান আইডব্লিউএম। তবে রাসেল কীভাবে এই চুক্তিতে অর্থায়ন করছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও