![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-05%2Ffb3f17d1-fefc-40b7-b5b1-b1b8fefb5834%2Fbangladesh_270822_01_.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
কিংসলেকে রেখে সাফের প্রাথমিক দল ঘোষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১৯:৪৬
জুনের ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। দলে নতুন মুখ মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ও ফর্টিস একাডেমির ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির শনিবারের সভা শেষে প্রাথমিক দল দেন কাবরেরা।
গত মার্চে সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় এলিটা কিংসলের। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এই ফরোয়ার্ড আছেন প্রাথমিক দলে।