৭০ মিলিয়নের আর্জেন্টাইন মিডফিল্ডারের দৌড়ে লিভারপুল
সমকাল
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১৯:০১
শেষ দিকে সেরা চারের লড়াইয়ে নাম লেখালেও লিভারপুল ভুলে যাওয়ার মতো একটা মৌসুম পার করছে। লিগ টেবিলে তারা পাঁচে আছে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়েছে শেষ ষোলোয়। অল রেডসদের এই হতাশার মৌসুমের কারণ মনে করা হয়, মিডফিল্ডার ও ডিফেন্ডারদের ইনজুরি।
নতুন মৌসুম সামনে রেখে লিভারপুল কোচ জার্গেন ক্লপ তাই ক’জন মিডফিল্ডারে চোখ রাখছেন। বরুশিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহ্যাম, নিউক্যাসলের ব্রুনো গিমারেজ, ব্রাইটনের ম্যাক অ্যালিস্টার ও বায়ার্ন মিউনিখের রায়ান গ্রাভানবিস এদের মধ্যে অন্যতম। এর মধ্যে ব্রাইটনের বিশ্বকাপ জয়ী তরুণ আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টারে বেশ আগ্রহ প্রকাশ করেছেন রেডস বস ক্লপ। ব্রাইটনও যথাযথ মূল্য পেলে বিক্রি করতে চায় এই মিডফিল্ডারকে।