You have reached your daily news limit

Please log in to continue


টুইটারের প্রধান নির্বাহী কে এই নারী?

টুইটারে অধিগ্রহণের এক বছর পর টুইটারের প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ইলন মাস্ক। শুক্রবার তিনি নিজেই এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

সেই সঙ্গে জানিয়েছেন, আগামী ৬ সপ্তাহের মধ্যে টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্বে আসছেন এক নারী।

শোনা যাচ্ছে, টুইটারের দায়িত্ব পাচ্ছেন লিন্ডা ইয়াকারিনো। তথ্যপ্রযুক্তি এবং প্রচার মাধ্যমের বাজারে লিন্ডা খুব পরিচিত নাম। এনবিসি ইউভার্সাল নামের একটি প্রতিষ্ঠানে তিনি ২০ বছর ধরে কাজ করছেন। তার হাতেই টুইটারের দায়িত্ব দিতে পারেন মাস্ক।

মার্কিন সংবাদমাধ্যম ও বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম জায়ান্ট প্রতিষ্ঠান এনবিসি ইউনিভার্সাল। গত কয়েকদিন ধরেই মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল, নতুন চাকরি খুঁজছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন শাখার প্রধান ও অন্যতম শীর্ষ কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। তারপর স্থানীয় সময় শুক্রবার সকালে এনবিসি ইউনিভার্সাল এক ঘোষণায় জানায়, কোম্পানির চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন লিন্ডা। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম টুইটটি করেছিলেন মাস্ক।

লিন্ডা ইয়াকারিনো টুইটারের শীর্ষ নির্বাহীর পদে এলে প্রতিষ্ঠানটির গতিপথ ‘১৮০ ডিগ্রি ঘুরে যাবে’ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রভিত্তিক মার্কেটিং কনসালটেন্সি প্রতিষ্ঠান এজেএল অ্যাডভাইসরির শীর্ষ নির্বাহী লউ প্যাসক্যালিস দীর্ঘদিন বিভিন্ন মার্কিন বিজ্ঞাপন কোম্পানির শীর্ষ পদে কাজ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন