
আপনার এই ছোট ছোট ভুলেই কিন্তু হাঁফিয়ে উঠছে কিডনি, কোনও দিন ধর্মধট ডাকলে প্রাণ নিয়ে পড়ে যাবে টানাটানি
eisamay.com
প্রকাশিত: ১২ মে ২০২৩, ১০:২০
শরীরের অন্যতম জরুরি একটি অঙ্গ হল কিডনি। এই অঙ্গটি দেহ থেকে ক্ষতিকর পদার্থকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য রক্ষা, একাধিক হরমোন তৈরির ভারও থাকে এই অঙ্গের উপর। তাই বৃক্কের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা খুবই জরুরি।
তবে আমাদের মধ্যে কম সংখ্যক মানুষই এই অঙ্গের প্রতি সুবিচার করেন। এক্ষেত্রে কিছু কিছু বদভ্যাসের কারণে অঙ্গটি ধীরে ধীরে খারাপ হতে থাকে। তখন অঙ্গটি নিজের কাজও ঠিকমতো করতে পারে না। ফলে শরীরে একাধিক উপসর্গ দেখা দেয়।