
টানা ৬২ ম্যাচ জেতা বার্সাকে আটকে দিল সেভিয়া
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ মে ২০২৩, ০৯:৫৬
ছেলেদের ফুটবলে এখনো লিগ শিরোপা নিশ্চিত হয়নি বার্সেলোনার। অপেক্ষায় রেখেছে জাভি হার্নান্দেজের দল। তবে মেয়েদের ফুটবলে অপেক্ষা এরই মধ্যে শেষ। স্প্যানিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগা এফ জেতা নিশ্চিত করেছেন বার্সেলোনার মেয়েরা।
টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের পথে ম্যাচ জয়ে দুর্দান্ত এক রেকর্ড গড়েছে বার্সেলোনা। লিগ প্রতিযোগিতায় জিতেছে টানা ৬২ ম্যাচ। সংরক্ষিত তথ্য–উপাত্ত অনুসারে পেশাদার পর্যায়ের প্রতিযোগিতায় এটিই কোনো দলের টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড।