কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৩ ধাপের প্রস্তুতি

বাংলা নিউজ ২৪ ভোলা জেলা প্রকাশিত: ১১ মে ২০২৩, ১৪:৫২

ভোলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঝড়ের আগে, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরবর্তী এই তিন ধাপের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরি।


বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির করা সভায় এ কথা জানানো হয়।


সভায় জানানো হয়, উপকূলে ৭৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া খোলা আটটি কন্ট্রোল রুমের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার ৬০০ স্বেচ্চাসেবীকে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম।


সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলামসহ জরলা প্রশাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও