জনগণকে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

বিডি নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ১০ মে ২০২৩, ২২:৫৯

ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পিটিআই কর্মীদের ‘সেনা সম্পত্তি ও সেনা স্থাপনায়’ হামলার ঘটনাকে দেশটির ইতিহাসের ‘কালো অধ্যায়’ বলে বর্ণনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী।


আইএসপিআর এর পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দিতে পারি না।”


মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবি। পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা দেশটির বেশ কয়েকটি সেনানিবাস, জেনারেল হেড কোয়ার্টাস রাওয়ালপিন্ডি এবং ফ্রন্টিয়ার কর্পস এর কয়েকটি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও