খাপে থাকা অবস্থায় ফোন চার্জ করবেন না
প্রথম আলো
প্রকাশিত: ১০ মে ২০২৩, ০৭:০৫
মুঠোফোনের বাইরের অংশকে সুরক্ষিত রাখতে খাপ বা কেস ব্যবহার করা হয়। তবে বাইরের অংশকে রক্ষাকারী কেস আবার ফোনের অভ্যন্তরীণ ক্ষতির কারণ হতে পারে।
প্লাস্টিক, রাবার এবং সিলিকন দিয়ে তৈরি কেস ফোনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং তরল পদার্থ থেকে যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করে। এ ধরনের উপকরণ দিয়ে কেস ফোনের চারপাশে তাপ ধরে রাখে। চামড়া এবং প্রক্রিয়াজাত নকল চামড়া দিয়ে তৈরি কেসও ফোনের চারপাশে তাপ ধরে রাখে।