কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

প্রথম আলো পাবনা সদর প্রকাশিত: ০৯ মে ২০২৩, ১৯:০৬

পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন চরবাঙ্গাবাড়িয়া গ্রামের হাবু সরদার (৫০), মামুন হোসেন (৩০), সেলিম মণ্ডল (৪০), হামিম হোসেন (১২), সবিরুল শেখ (৪০) ও ইসহাক প্রামাণিক (৪৫)। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল। সভায় বক্তব্য দেওয়া নিয়ে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজু মণ্ডলের সঙ্গে সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনার পর রাতেই গ্রামে গোলাগুলির শব্দ শোনা যায়। পরদিন সকাল থেকে আবার দুই পক্ষ সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে থাকে।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও