আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন চরবাঙ্গাবাড়িয়া গ্রামের হাবু সরদার (৫০), মামুন হোসেন (৩০), সেলিম মণ্ডল (৪০), হামিম হোসেন (১২), সবিরুল শেখ (৪০) ও ইসহাক প্রামাণিক (৪৫)। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল। সভায় বক্তব্য দেওয়া নিয়ে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজু মণ্ডলের সঙ্গে সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাগ্বিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনার পর রাতেই গ্রামে গোলাগুলির শব্দ শোনা যায়। পরদিন সকাল থেকে আবার দুই পক্ষ সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে থাকে।